কয়েকদিন আগেই দিল্লীতে শ্মশানের পুরোহিতের হাতে কিছুদিন আগেই ধর্ষিত হয় এক ৯ বছরের মেয়ে। তাঁর সঙ্গেই দেখা করতে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুধু রাহুল নন, কংগ্রেসের একাধিক সাংসদ ওই ধর্ষিতা মেয়েটির সঙ্গে ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। সেই ছবি টুইটারে পোস্ট করায় কেন্দ্রের ভয়ে রাহুলের অ্যাকাউন্ট ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ। সাফাই দেওয়া হয়, এটা নতুন তথ্য প্রযুক্তি আইনের বিরুদ্ধে ও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে অভিযোগ করা হয়েছে। যার বিরুদ্ধে রীতিমতোগর্জে উঠেছিলেন রাহুল গান্ধী
মঙ্গলবার ঘটনার প্রতিবাদে অভিনবত্ব দেখাল যুব কংগ্রেসের কর্মীরা। অন্ধ্রপ্রদেশের কংগ্রেস কর্মীরা এদিন ‘টুইটার পাখি’ নামে একটি পাখিকে ভেজে খেয়েছেন। যেহেতু টুইটারের লোগো হল নীল পাখি, তাই সেইধরনের একটি পাখিকে ছাঁকা তেলে ভেজেছেন কংগ্রেস কর্মীরা। তাঁরা জানিয়েছেন, “টুইটার কর্তৃপক্ষরা ভুল করেছে, আমাদের নেতার অ্যাকাউন্ট বন্ধ করে। আমাদের টুইটকে বেশি প্রচারের আলোয় না আনার জন্য, এই পাখিটি যার নাম টুইটার, তাঁকে রান্না করে আপনাদের ভারতে থাকা মূল অফিসে পাঠাচ্ছি। টুইটার আশা করি আপনাদের ভালো লাগবে।”
প্রসঙ্গত টুইটারের এই হস্তক্ষেপকে গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বলে অ্যাখ্যা দিয়েছিলেন রাহুল। ভারতের রাজনীতিতে টুইটারের নাক গলানোকে নিয়েই আক্রমণ করেন তিনি। যদিও কিছুদিন আগেই রাহুলের অ্যাকাউন্ট খুলে দেয় এই আমেরিকান মাইক্রো ব্লগিং সাইট। তারা স্পষ্ট জানায়, এতে তাদের কোনও পদক্ষেপ ছিল না। শুধুমাত্র জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নির্দেশেই এই কাজ করেছে তারা।