সম্প্রতি দিল্লী সফরে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরে অন্যান্য বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। এবার সোনিয়া গান্ধীর ডাকে সাড়া দিয়ে দিল্লীতে বিরোধী দলের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মমতা। কয়েকদিন আগেই দেশের বিরোধী দলের নেতাদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন সোনিয়া গান্ধী। সেই আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকেও। এবার সেই ডাকে সাড়া দিয়ে দিল্লী যাচ্ছেন তিনি।
জানা গিয়েছে, ওই বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় ইউপিএ-র শরিক দলগুলি ছাড়াও বাকি বিরোধী দলগুলির নেতারা রয়েছেন। যেমন ডিএমকে-এর এমকে স্ট্যালিন, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, শিবসেনার উদ্ধব ঠাকরেও তালিকায় রয়েছেন। এই বৈঠকে থাকার কথা এনসিপি-র শরদ পাওয়ারেরও। উল্লেখ্য, এর আগে সংসদে বাদল অধিবেশন চলাকালীন বিরোধীদের নিয়ে ব্রেকফাস্ট মিটিংয়ের আয়োজন করেছিলেন রাহুল। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন, এনসিপি, শিবসেনা, আরজেডি, সপা, সিপিআইএম, সিপিআই, আইইউএমএল, আরএসপি, কেসিএম, জেএমএম, এনসি, তৃণমূল এবং এলজেডি নেতৃত্ব।