প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা বিরোধীদের উদ্দেশ্যে মানহানিকর মন্তব্য করা — সবেতেই গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একদম ওপরের দিকেই নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বারবারই বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছেন তিনি। এবার ত্রিপুরা ইস্যুতে বিপ্লব দেব সরকারের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে তোপ দাগতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ। মঙ্গলবার তিনি প্রশ্ন করলেন, ‘গণতন্ত্রের মানে কি জামা-কাপড় না পরেই রাস্তায় বেরনোর অনুমতি?’
প্রসঙ্গত, একুশের ভোটযুদ্ধ জয়ের পর তৃণমূলের পাখির চোখ এখন ত্রিপুরা। সে রাজ্যে বিজেপিকে টক্কর দেওয়ায় বিন্দু মাত্র খামতি রাখতে নারাজ মমতার সৈনিকরা। আক্রান্ত হওয়া সত্ত্বেও পিছু হটতে রাজি নন তাঁরা। লাগাতার আক্রমণ নিয়ে ত্রিপুরা সরকারকে তুলোধনাও করছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ করেছে, ত্রিপুরায় গণতন্ত্র নেই। এ নিয়েই তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, ‘আমি তো বুঝতেই পারছি না গণতন্ত্রের অর্থ ওঁদের কাছে কী। গণতন্ত্র মানে জামা-কাপড় না পরেই রাস্তায় ঘুরে বেড়ানো?’ বিজেপি নেতার এই মন্তব্য স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে বিতর্ক।