খেলা হবে দিবস উপলক্ষে এবার উত্তর ২৪ পরগনার হাবড়া কলতানে একটি অনুষ্ঠানে এসে হাবড়া পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের হাতে দুটি করে ফুটবল তুলে দেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও তিনি খেলা হবে দিবস উপলক্ষে হাবড়ার সমস্ত ক্রীড়া জগতের মানুষদের এগিয়ে আসার জন্য আহবান জানান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ করে জ্যোতিপ্রিয় জানান, হাবড়ার বেরগুম পঞ্চায়েত এলাকার প্রায় ২৫০-৩৫০ জন বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগদান করেছেন। শুধু তাই নয়। আগামী দিনে জেলার আরও বহু জায়গার মানুষ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর তাই রাজ্য সরকারের উদ্যোগে ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজ সেই মতোই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে খেলা হবে দিবস-এর প্রচার করলেন রাজ্যের বনমন্ত্রী।