দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন আগের তুলনায় অনেকটা স্তিমিত হলেও তৃতীয় ঢেউ আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। তবে তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে অব্যাহত দেশের কোভিড গ্রাফের উত্থান-পতন। এবার যেমন আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ। যার ফলে পর পর তিন দিন ৪০ হাজারের নীচেই থাকল তা। দৈনিক মৃত্যুও আরও কমে ৫০০-র নীচেই রইল।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত ৪১৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি সক্রিয় রোগী কমেছে দেশে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯৪৭ জন।