অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসের সমীক্ষা অনুযায়ী ভারতের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে অত্যন্ত উঁচু স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, গত বছর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত এনআইআরএফের ব়্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা ছিল ৭ নম্বরে। তালিকায় শীর্ষ স্থান দখল করে দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। কিন্তু এক বছরের মধ্যেই এল বদল।
উল্লেখ্য, সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রকাশিত সাংহাই ব়্যাঙ্কিং ২০২০-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই তালিকার দ্বিতীয় স্থানে দিল্লী বিশ্ববিদ্য়ালয়। আর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়র ভাগ্যে জুটেছে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তৃতীয় স্থান। টুইট করে সবার সঙ্গে খবরটি শেয়ার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, ছাত্র ও অশিক্ষক কর্মীদের অভিনন্দন জানান তিনি।