স্বাধীনতা দিবস উপলক্ষে এবার দেশপ্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা সেই গানের একটি ভিডিও প্রকাশও করলেন নেটমাধ্যমে। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটির লিঙ্ক শেয়ার করেন মুখ্যমন্ত্রী। বিবরণে মমতা লিখেছেন, “ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য।”
‘এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের…’— গানটির শুরু এ ভাবেই। গানের প্রথম চার লাইন নিজের পোস্টের সঙ্গে জুড়েও দিয়েছেন মমতা। সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর এই গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পারুই এবং দেবজ্যোতি বসু।
গানটির বাকি কথা—
“এই মাটির প্রতি ধূলিতে জন্ম নবজাগরণের
এই মাটির বীরত্বপূর্ণে ধন্য জন্ম মোদের
এই মৃত্তিকা এই বরণীয় সব বীর সন্তানের দল
এই মাটিতেই গড়তে হবে সফল সাধনার ফল
এই মাটিতেই জন্ম নিয়েছে অনেক ইতিহাস দীক্ষা
এই ধরণী দিক সবারে প্রকৃত মানব শিক্ষা”
এদিন ফেসবুক পোস্টে গানটি প্রকাশ করার পাশাপাশি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা। লিখেছেন, “ঐক্য, সম্প্রীতি এবং সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।”