একুশের ভোটযুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিল ‘দুয়ারে সরকার’। এবার সেই জনপ্রিয় প্রকল্পের ট্যাবলো জায়গা পেতে চলেছে রেড রোডে ১৫ আগস্টের কুচকাওয়াজে।শুধু তাই নয়৷ এ বছর নেতাজি অর্ন্তধানের ৭৬ বছর। স্বাধীনতা দিবসে তিলোত্তমার রাজপথে ট্যাবলোয় হাজির থাকবেন সুভাষচন্দ্র বসু। শ্বেতশুভ্র পর্বতচূড়ার আড়ালে চিরপরিচিত উর্দিতে দেখা যাবে দেশনায়ককে। তাঁকে স্যালুট জানাবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এবার অন্যান্য বারের মতোই রাজ্য সরকারের উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের ট্যাবলো দেখা যাবে ১৫ আগস্টের ওই কুচকাওয়াজের অনুষ্ঠানে। মমতার ‘দুয়ারে সরকার’ ও ‘কৃষক বন্ধু’ প্রকল্পদুটি খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠায়, সেগুলির প্রতি আরও বেশি করে দৃষ্টি আকর্ষণ করতে রাখা হচ্ছে রেড রোডের অনুষ্ঠানেও। তবে শুধু ‘দুয়ারে সরকার’ বা ‘কৃষক বন্ধু’ নয়, এর পাশাপাশি থাকবে পেল্লায় এক লক্ষ্মীর ভাণ্ডার। যেখানে উঁকি দিচ্ছে হাজার টাকা। সে টাকা পাবেন বাংলার ২৫ থেকে ৬০ বছর বয়সের মহিলারা। মমতার মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ট্যাবলো এবার অন্যতম আকর্ষণ।
এছাড়া কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন, জলস্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী প্রকল্পের ট্যাবলো দেখা যাবে রাজপথে। জনমোহিনী যে সমস্ত প্রকল্প হাতিয়ার হয়ে উঠেছিল, সেই সব কর্মসূচীও জায়গা করে নিচ্ছে স্বাধীনতা দিবসের রেড রোডে। শুধু তাই নয়। স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করবে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগও। বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হবে তথ্য-সংস্কৃতি দফতর থেকে। এক একটি ট্যাবলো তৈরিতে খরচ হয়েছে আনুমানিক ১৫ লক্ষ টাকা। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিও তুলে ধরা হবে তথ্য-সংস্কৃতি দপ্তরের ট্যাবলোর মাধ্যমে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের ফাইবার মডেল চলে এসেছে ইতিমধ্যেই।