ত্রিপুরা জয়ের লক্ষ্যে অবিচল তৃণমূল। এবার আইনি পথে যাচ্ছে ত্রিপুরার বিরোধী তথা এরাজ্যের শাসকদল। অভিষেক ব্যানার্জি-সহ দলের অন্যান্য নেতা-নেত্রীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা খারিজের দাবিতে এবার আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করল তৃণমূল।
প্রসঙ্গত, ত্রিপুরায় হামলার অভিযোগ ওঠে জয়া, সুদীপের ওপর। কোভিড অতিমারী লঙ্ঘনের জেরে গ্রেফতার করা হয় তাঁদের। এরপরই ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। সেখানে গিয়ে খোয়াই থানায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কোর্ট থেকে ছাড়া পান ধৃতেরা।
এরপর ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। সেইসঙ্গে ব্রাত্য বসু, কুণাল ঘোষ-সহ ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক এবং প্রকাশ দাসের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেন ওসি মনোরঞ্জন দেববর্মা।
আর এরপরই পাল্টা মামলা দায়ের করল তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, কোর্টে কেন অভিযোগ করা হল না? এতদিন পরে কেন মামলা দায়ের করা হল? এবার পুলিশের দায়ের করা এফআইআর খারিজের দাবিতে আইনি পথে নামল তৃণমূল। আগামী বুধবার মামলাটির শুনানি হবে।