এক ধাক্কায় প্রায় ৫ লক্ষ মানুষ কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিতে আসেনি৷ তাই এবার টিকার ডোজ নেওয়ার দিন বেঁধে দিল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউ আসার আগেই প্রত্যেকের টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করতে চাইছে পুর কর্তৃপক্ষ। বস্তুত সেই কারণে এবার সপ্তাহে একদিন অন্তর একদিন প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাকরণ চলবে কলকাতার ২০৪টি কেন্দ্রে। সোম, বুধ ও শুক্রবার, তিনদিন শুধুমাত্র দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। আর মঙ্গল, বৃহস্পতি ও শনিবার টিকার প্রথম ডোজ হবে পুরসভার সেন্টারে। কোভিশিল্ড ও কোভ্যাকসিন, দুই ভ্যাকসিনই একই নিয়মে একদিন অন্তর প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ভ্যাকসিনের একদিন অন্তর দু’টি ডোজ দেওয়ার এই খবর শুক্রবার জানিয়েছেন পুরসভার প্রশাসক তথা বিধায়ক অতীন ঘোষ।
তিনি বলেন, ‘জনগণনা অনুসারে মহানগরের স্থায়ী বাসিন্দা ছাড়াও ৬০ লক্ষ মানুষ প্রতিদিন কর্মসূত্রে কলকাতায় আসেন। তাই শহরবাসীর সঙ্গেই ওই মানুষের একাংশ পুরসভার নানা টিকাকেন্দ্রে এসে ভ্যাকসিন নিচ্ছেন। এখনও পর্যন্ত ৪৮ লক্ষ মানুষকে কোভিডের টিকা দিয়েছে পুরসভা।’ তবে যে ৫ লক্ষ মানুষ দ্বিতীয় ডোজের সময় হলেও এখনও নেননি, তাঁদের মোবাইল নম্বরে যোগাযোগ করে টিকা নিতে অনুরোধ করবে পুরসভার স্বাস্থ্য দফতর। শহরের ৮০ বছরের বেশি ও শয্যাশায়ীদের টিকাকরণের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার সময় রোগীর ব্যক্তিগত চিকিৎসককে হাজির থাকতে হবে বলে পুরসভা গাইড লাইন প্রকাশ করতে চলেছে। অন্যদিকে, ভিড় এড়াতে আগে থেকে ডোজের নাম লিখে নির্দিষ্ট কুপন পাঠিয়ে দেওয়া হবে প্রতিটি ওয়ার্ডে। সেই কুপনে ভ্যাকসিন সেন্টারে গিয়ে টিকা নিতে হবে।