খড়দহে ফের শুটআউট। খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহার ঘনিষ্ঠকে গুলি করে খুন দুষ্কৃতীদের। মৃতের নাম রণজয় শ্রীবাস্তব (৪২)।
শুক্রবার রাতে নীল রঙের একটি গাড়িতে বাড়ি ফিরছিলেন শ্রীবাস্তব। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খড়দহের বাগদিপাড়া এলাকায় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। মোট চার রাউন্ড গুলি চলে।
শ্রীবাস্তবের বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থাতেই তাঁকে বারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাঁর।
এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় বিজেপির দিকে আঙুল তোলে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অভিযুক্তরা প্রত্যেকেই বিজেপি কর্মী।
তৃণমূল নেতৃত্বের বয়ান অনুযায়ী, শুক্রবার রাতে বাগদিপাড়া এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন রণজয়। সেখানে কয়েকজন যুবক রাস্তার ধারে বসে ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। রণজয়কে গালিগালাজ করায় তিনি পাল্টাখ প্রতিবাদ করেন। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই পকেট থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন ওই যুবকরা। মোট চার রাউন্ড গুলি চলে। খুব কাছ থেকে গুলি করা রণজয়কে। বুকে গভীর ক্ষত তৈরি হয়।
রণজয় এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা। তাঁর পরিচিতিও অনেক বেশি। তিনি বারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন। যুবদের মধ্যে তাঁর প্রভাবও ছিল বেশি। তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।