এবার ফের মুখ পুড়ল গেরুয়া শিবিরের। শুক্রবার শিয়ালদহের মুচিপাড়ায় বাড়ির দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষের গ্রেফতার করল পুলিশ।
মুচিপাড়ার ৪৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের এক যুবনেতার স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে অশান্তির সূত্রপাত। বিশাল ও বিকাশ সিং নামে দুই ভাইয়ের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। তাঁরা এলাকায় বিজেপির সদস্য হিসেবে পরিচিত। এর প্রতিবাদে সজল ঘোষ ও দলবল থানায় যায়। সেই সময় থানার সামনে দুপক্ষের বচসা হয়।
রাতেই ৫০ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সকালে ৫০ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব ও দোকান ভাঙচুর করা হয়। এদিকে, সজলের বিরুদ্ধে দায়ের হয়েছে দুটি অভিযোগ। সজলকে গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু দরজা খোলেননি বিজেপি নেতা। এরপরই দরজা ভেঙে তাঁকে গ্রেফতার করে পুলিশ।