নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনে আচমকাই ২০০ মিটার এলাকা জুড়ে ধস নামে শুক্রবার সকালে। এখন ধীর গতিতে ট্রেন চলছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে অফিসের সময়ে হঠাৎই এই বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা।
কেন এই ধস নামল, সরকারি ভাবে তার কারণ জানা যায়নি। গত কয়েক দিনের বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে ধস নেমে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রোরেলের ইঞ্জিনিয়াররা। শতাধিক কর্মী কাজ করছেন। আপাতত বোল্ডার ফেলে সেই ধস মেরামতের চেষ্টা চলছে।