বৃহস্পতিবার ফের ত্রিপুরায় আক্রান্ত দলের যুবনেতাদের দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ত্রিপুরায় সবার নামে এফআইআর করেছে। কী করবে? ওখানে নামলেই গ্রেফতার করবে? মনে রাখবেন এখানেও কিন্তু আমাদের হাতে আইন আছে। আমরা তা প্রয়োগ করতে চাই না।’
এখানেই না থেমে এদিন কার্যত হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রীর বলেন, ‘ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চলছে। সমস্ত ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে আর আমাদের নামে মামলা দিচ্ছে। বিজেপি যেখানে সরকার চালাবে সেখানেই অরাজগতা। ত্রিপুরায় টোটাল অরাজগতা চলছে।’ এর আগেও ত্রিপুরার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেছিলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ত্রিপুরায় এই হামলার ঘটনা ঘটেছে। নাহলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এত সাহস নেই।’
উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সুদীপ রাহা ও জয়া দত্তকে দেখার পাশাপাশি হাসপাতালে ভর্তি নিজের বোনকেও দেখতে যান মমতা। একইসঙ্গে নিজের পায়ের স্ক্যান করিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, নির্বাচন পূর্ববর্তী সময়ে নন্দীগ্রামে প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পেয়েছিলেন মমতা।