মমতাকে মধ্যমণি করে বিরোধীদের বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধী। ২০ আগস্ট বিরোধী নেতাদের সঙ্গে এই বৈঠক করবেন তিনি। মমতা ছাড়াও সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, উদ্ধব ঠাকরে-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
মমতা-উদ্ধব ছাড়া আর কোন গুরুত্বপূর্ণ বিরোধী নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই বৈঠকে? জানা যাচ্ছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন. এনসিপি প্রধান শরদ পওয়ার , ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও রয়েছেন তালিকায়। অনলাইন এই বৈঠকের পর আগামিদিনে দিল্লিতে সামনাসামনি কোনও নৈশাহার কিংবা দ্বিপ্রাহরিক বৈঠকেও মিলিত হতে পারেন বিরোধীরা।
বুধবারই শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। নির্ধারিত সময়ের আগেই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করার পিছনে রয়েছে পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ। যার ফলে বারবার অধিবেশন মুলতুবি করতে হয়। ১৫টির বেশি বিরোধী দল একযোগে প্রতিবাদে শামিল হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। সেই মেজাজকে অক্ষুণ্ণ রেখে সুর আরও চড়াতেই এই বৈঠক, মনে করছে ওয়াকিবহাল মহল।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে এগোতে চাইছে বিরোধীরা। এখন দেখার, সেই লড়াইয়ে কংগ্রেস নেতৃত্ব দেয় নাকি অন্য কোনও পরিকল্পনা সামনে আসে। সনিয়ার বৈঠক ও পরবর্তী বৈঠকগুলির মধ্যে দিয়েই বিরোধীদের পরিকল্পনার রূপরেখা স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।