দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন আগের তুলনায় অনেকটাই স্তিমিত। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। এরই মধ্যে দেশের করোনা গ্রাফের ওঠানামা অব্যাহত। চার মাস পর মঙ্গলবারই একলাফে অনেকখানি কমেছিল দৈনিক সংক্রমণ। ওই দিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ২৮ হাজারে। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন হওয়ায় স্বস্তি দিয়েছিল। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হল না বেশিক্ষণ। তারপরই পরপর বৃদ্ধি পাওয়া শুরু করেছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার তা ফের পেরিয়ে গিয়েছে ৪০ হাজারের গণ্ডি।
এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জনের প্রাণ কেড়েছে করোনা। দৈনিক মৃতের সংখ্যা আজও ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন করোনামুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৯। আবার, ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি বেড়েছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭ জন।