গত ১৯ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরুর আগের দিনই সামনে চলে আসে পেগাসাস কাণ্ড। তার ফলে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই এই ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। কার্যত অচলই ছিল সংসদের দুই কক্ষ। আর তাই লোকসভার অধিবেশন এদিন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল। ১৯ জুলাই থেকে লোকসভার অধিবেশন শুরু হলেও, মূলত পেগাসাস ইস্যুতে প্রতিদিনই পণ্ড হয়েছে অধিবেশন। অন্যদিকে শুক্রবার পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও এদিন অধ্যক্ষ ওম বিড়লা লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। তারপরেই সুর চড়িয়েছেন বিরোধীরা।
এদিন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার পরে কংগ্রেসের তরফে বলা হয়, বিরোধীরা ক্রমাগত দাবি করে গিয়েছে পেগাসাস বিতর্ক নিয়ে আলোচনা করা হোক। কিন্তু তাতে সরকার যেন বধির হয়ে ছিল। লোকসভায় এই ইস্যু তুলতে দেওয়া হয়নি। কিন্তু এই বিষয় নিয়েই পৃথিবী ব্যাপী আলোচনা চলছে। তার মধ্যে যেমন ইজরায়েল রয়েছে, ঠিক তেমনই ফ্রান্স, জার্মানি এবং হাঙ্গেরিও রয়েছে। হাত শিবিরের অভিযোগ, জনগণের সমস্যা তুলতে দেওয়া হয়নি। জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা, মুদ্রাস্ফীতি, টিকাকরণ নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। সরকার এইসব দাবি কানে না তুললেও সাত থেকে আট মিনিটের মধ্যে এক-একটি বিল পাশ করিয়ে নিয়েছে।