গত বিধানসভা নির্বাচনেও একেবারে বিজেপি ঘনিষ্ঠ ছিলেন গ্রেটার কোচবিহার পিপসল অ্যাসোসিয়েশের কর্ণধার অনন্ত মহারাজ। একাধিক নির্বাচনী মিটিংয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এমনকী খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারের বিধানসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে তাঁর আসামের বাড়িতে ছুটে গিয়েছিলেন। সূত্রের খবর সেই অনন্ত মহারাজের সঙ্গে মঙ্গলবার রাতে দেখা করেছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এককথায় উত্তরবঙ্গের রাজনীতির আঙিনায় এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
এমনকী অনন্ত মহারাজের বাসভবন যা রাজবাড়ি বলেই পরিচিত গ্রেটার সমর্থকদের কাছে, সেখানে গিয়েই প্রাক্তন মন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেন বলে খবর। এই ঘটনা চাউড় হতেই ব্যপক শোরগোল পড়েছে উত্তরের রাজনীতির আঙিনায়। প্রশ্ন উঠছে তবে কী এবার শাসকদলের সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়াতে চাইছেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ?
সূত্রের খবর, দীর্ঘদিন তিনি আসামে কার্যত অন্তরালে ছিলেন। অপর গ্রেটার নেতা বংশীবদন বর্মনের বিরোধী গোষ্ঠীতেই তিনি নেতৃত্ব দেন। সম্প্রতি তিনি কোচবিহারের চকচকা সংলগ্ন বড়গিলাতে তাঁর প্রাসাদোপম বাসভবনে ফিরে আসেন। এরপরই মঙ্গলবার রাতে কার্যত গোপন বৈঠকে মিলিত হন দুজনে। এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত এর আগেও সিতাইয়ের বিধায়ক জগদীশ রায় বসুনিয়াও দেখা করেছিলেন অনন্ত মহারাজের সঙ্গে। এবার খোদ রবীন্দ্রনাথ ঘোষ তাঁর বাড়িতে গিয়ে দেখা করে এলেন অনন্ত মহারাজের সঙ্গে।
তবে প্রাক্তন মন্ত্রীর দাবি, অনন্ত মহারাজের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতেই তিনি তাঁর কাছে গিয়েছিলেন। এদিকে সূত্রের খবর প্রায় আধঘণ্টা তিনি অনন্ত মহারাজের সঙ্গে আলোচনা করেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, চিকিৎসা করে ফিরে আসার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।