দেশে পেট্রোপণ্যের পাশাপাশি বেলাগাম ভাবে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। এবার এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অঙ্গনওয়াড়ির কর্মীদের নিয়ে উনুনে রেঁধে অভিনব কর্মসূচী পালন করল তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতায় এই কর্মসূচীর নেতৃত্ব দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন তিনি বলেন, ‘রান্নার গ্যাস আর ভোজ্য তেলের দাম যে জায়গায় পৌঁছে গিয়েছে তাতে অঙ্গনওয়াড়ির কর্মীদের সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। স্টোভেও রান্না করা যাচ্ছে না। কারণ কেরোসিন তেলের দামও আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে উনুনই একমাত্র বিকল্প।’ চন্দ্রিমা আরও বলেন, ‘পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে অন্যান্য জিনিসেরও দাম বাড়ছে। গোটা দেশের মানুষ যখন জিনিসপত্রের অগ্নিমূল্যে পুড়ছে তখন কেন্দ্রীয় সরকারের কোনও তাপ-উত্তাপ দেখা যাচ্ছে না। দাম নিয়ন্ত্রণে কোনও ভূমিকাই নেই মোদী সরকারের।’