একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর যখন দলের অন্দরে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দলের পালা। দিকে দিকে চলছে ভাঙন। তখন রাজ্যে নিজেদের অস্তিত্ব টুকিয়ে রাখতে নানা কর্মসূচী গ্রহণ করছে বিজেপি। গতকাল থেকেই রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালন করছে তারা।
আগামী ১৬ তারিখ পর্যন্ত চলবে সেই কর্মসূচী। যার মধ্যে গতকাল মশাল দৌড়ের পর আজ সকাল থেকেই শুরু হয়েছে মনীষীদের মূর্তি পরিষ্কার ও মাল্যদান। এই ঘটনায় সকালেই খড়দাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এবার এই কর্মসূচীকে কটাক্ষ করল রাজ্যের শাসক দল। খড়দার তৃণমূল নেতৃত্বদের দাবি ২২ শে শ্রাবণ হয়ে গিয়েছে এখন কবিগুরুর আবক্ষতে মাল্যদান করা মানে অপমান। সেই কারণেই সায়ন্তন বসুকে ফেরত পাঠানো হয়েছে।