কলকাতা পুরসভার বাজেট পেশ হতে চলেছে আগামী ২০শে আগস্ট। বর্তমানে চলছে প্রশাসক বোর্ড। ফলে হবে না কোনও বাজেট অধিবেশন। গত বছরের মতো এবারও পুর-বাজেট প্রশাসক বোর্ডের কাছে পেশ করা হবে। বোর্ড তাতে সিলমোহর দেবে। আগামী ৬ মাস পুরসভার খরচের অনুমোদন নেওয়া হবে সেখানে।
প্রসঙ্গত, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুরসভা ‘ভোট অন অ্যাকাউন্টস’ করেছিল। তখন বছরের প্রথম ছয় মাস, অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত পুরসভার বিভিন্ন খরচের বরাদ্দ ধরা হয়েছিল। বিধানসভা নির্বাচনের পর পুর নির্বাচন করার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু পুরসভার নির্বাচন এখনও অনিশ্চিত। ফলে, ৩০শে সেপ্টেম্বরের আগে নতুন করে বাজেট না করলে পুরসভার সমস্ত কাজ আটকে যাবে। সেই কারণে আগস্টের শেষ সপ্তাহে পুরসভা বাজেট পেশ করতে চলেছে।