আসন্ন বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশ দেশের ১ নম্বর রাজ্য বলে প্রচার চালাচ্ছে যোগী সরকার। কিন্তু সেই প্রচার গাড়িই আটকে গেল উত্তরপ্রদেশের ভাঙা রাস্তায়। এই নিয়ে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, বারবারই উত্তরপ্রদেশকে দেশের ‘মডেল স্টেট’ হিসেবে তুলে ধরতে চেয়েছে বিজেপি। বিভিন্ন রাজ্যের ভোটের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তারকা প্রচারকও করা হয়েছে। কিন্তু বার বারই গোটা দেশের সামনে এসেছে উত্তরপ্রদেশের শাসন অব্যবস্থার ছবি।
করোনার মৃতদেহ গঙ্গায় ভাসা থেকে শুরু করে, অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু কিংবা দলিত তরুণীর গণধর্ষণ। বারবারই বেআব্রু হয়েছে উত্তরপ্রদেশ সরকারের অযোগ্যতা। এবার সে রাজ্যের রাস্তার দুরাবস্থার ছবি আরও একবার প্রমাণ করল দেশের মধ্যে উত্তরপ্রদেশের অবস্থান আসলে কোথায়!