এবার দিল্লীর যন্তর-মন্তর চত্বরে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করায় গ্রেফতার করা হল বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়-সহ ছয় জনকে। জানা গিয়েছে, সোমবার রাত পর্যন্ত আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। এরপরই পুলিশ গ্রেফতার করে বিজেপি নেতা ও বাকিদের।
ইতিমধ্যেই একটি ভিডিয়ো সর্বত্র ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে দিল্লীর যন্তর-মন্তর চত্বরে জমায়েত করে চলছে স্লোগানিং। একাধিক ধর্মীয় ধর্মবিদ্বেষী মন্তব্য শোনা যায় বিক্ষোভকারীদের মুখে। জমায়েতটি মূলত আয়োজন করেছিলেন অশ্বিনী উপাধ্যায়। ওই ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপর অশ্বিনীকে কনৌট প্লেস পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।