সংসদ ভবন থেকে দূরত্বটা সামান্যই। পর পর ব্যারিকেডের প্রাচীর। পুলিশের লাঠি, চোখ রাঙানি। এই নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই চলছে ‘কিষাণ সংসদ’। নতুন কৃষি আইনে প্রতিটি ধারা আলোচনা হচ্ছে। সংসদ বসেছে যন্তর মন্তরের ফুটপাথে। পরিচালনা করছেন মহিলা কৃষকরা। হাতে ঝাণ্ডা নিয়ে পুরুষদের কাঁধে কাঁধে মিলিয়ে তাঁরাও প্রতিবাদের ভাষায় সরব। গত মাসেই কয়েক হাজার মহিলা কৃষক দিল্লীর সংসদ ভবনের সামনে প্রতিবাদে মুখর হয়েছিলেন।
এতদিন ক্ষেত-খামারে ও প্রতিবাদের জায়গায় রান্না করতে দেখা যেত মহিলা কৃষকদের। এখন তাঁরাও প্রতিবাদের মুখ। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লীর লালকেল্লা অভিযান যখন চলছে, তখনও মহিলা কৃষকদের দেখা গিয়েছিল প্রতিবাদ কর্মসূচীতে। পাঞ্জাব, হরিয়ানা থেকে হাজার হাজার মহিলা কৃষক নিজেরাই ট্র্যাক্টর চালিয়ে এসেছিলেন দিল্লীতে। আজ ফের একবার যন্তর মন্তরের সামনে ‘সংসদ’ বসাতে দেখা গেছে তাঁদের।
স্বরাজ ইন্ডিয়া সভাপতি যোগেন্দ্র যাদব বলেছেন, সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলনের সময় মহিলা কৃষকদের দাবিকে গুরুত্ব দিয়ে এসেছে। এই আন্দোলনেও মহিলা কৃষকদের বিশেষ জায়গা ও দায়িত্ব আছে। প্রায় হাজারঙ চল্লিশেক মহিলা কৃষক পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের নানা প্রান্ত থেকে এসে দিল্লীতে জমায়েত করেছে।
প্রায় আট মাসের বেশি সময় ধরে দিল্লীর সীমানায় বসে থাকার পরে কৃষকেরা রাজধানীতে ঢোকার অনুমতি পেয়েছেন। সংযুক্ত কৃষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, দিল্লীর যন্তর মন্তরের সামনেও অবস্থান বিক্ষোভের কর্মসূচী নেওয়া হয়েছে। তবে সংসদ ভবনের বাইরে আজই প্রায় দুশো জন কৃষক অবস্থান শুরু করবেন। সংসদে বাদল অধিবেশন চলাকালীন প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি আন্দোলনের কর্মসূচী রয়েছে কৃষকদের। সংসদ অধিবেশন চলার সময় ২০০ জন কৃষক নেতার জন্য কয়েকগুণ নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে দিল্লী পুলিশ।