রবিবার গভীর রাতে এসএসকেএম-এ ভর্তি হলেন ত্রিপুরায় আহত তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা ও জয়া দত্ত। ইতিমধ্যেই সুদীপের এমআরআই ও সিটি স্ক্যান করা হয়েছে। বিশেষ পর্ষবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসা চলছে জয়ারও। সূত্রের খবর, চিকিৎসার পর ফের ত্রিপুরা যাবেন সুদীপ-জয়ারা।
শনিবার ৮টি জোনের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুবনেতাকে আক্রমণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ত্রিপুরা। সোনামুড়া এলাকায় ছাত্রনেতা সুদীপ রাহার গাড়িতে ইট ছোঁড়া হয়। মাথা ফাটে তাঁর। আক্রান্ত হন দুই ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্তও। জয়ার কানে চোট লাগায় তিনি রক্তাক্ত হন। মুখে কাচের টুকরো ঢুকে যায়। এরপরও পরিস্থিতি শান্ত হয়নি। দফায় দফায় অশান্তি চলে। রবিবার ভোর রাতে সুদীপ, জয়া-সহ ১৪ জন ছাত্র নেতাকে গ্রেফতার করে ত্রিপুরার পুলিশ। সকালে ত্রিপুরার খোয়াই থানায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ করেন, ত্রিপুরায় ন্যূনতম কোনও চিকিৎসা পাননি আহত ছাত্রনেতারা। এই পরিস্থিতিতে থানায় ফের জ্ঞান হারান সুদীপ রাহা। পরবর্তীতে রবিবার বিকেলে খোয়াই আদালত জামিন দেয় ধৃতদের। রাত সাড়ে এগারোটা নাগাদ জখম নেতাদের নিয়ে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, রবিবার রাতেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে সুদীপ রাহা ও জয়া দত্তকে। দেবাংশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সুদীপ। ইতিমধ্যেই তাঁর এমআরআই ও সিটি স্ক্যান করা হয়েছে। জয়া দত্ত ভর্তি রয়েছেন উডবার্ন ওয়ার্ডের ২০৩ নম্বর ওয়ার্ডে।