বিতর্কে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পুরভোটের সময় যদি তৃণমূল সন্ত্রাস করার চেষ্টা করে তা হলে তাদের অন্যরকম টিকা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর হুঙ্কার, সেই টিকা দেওয়ার পরে পায়ে হেঁটে বা গাড়িতে নয়, বরং অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে যেতে হবে তাদের। সোমবার জিতেন্দ্র বলেন, “সামনে পুরসভা ভোটে যদি তৃণমূল সন্ত্রাস বা ভোট লুঠ করার চেষ্টা করে তা হলে তাদের টিকা দেওয়া হবে। সেটা কিন্তু করোনার টিকা নয়। অন্য টিকা। সেই টিকা দেওয়ার পরে তারা পায়ে হেঁটে বা নিজের গাড়িতে করে আর বাড়ি ফিরতে পারবে না। তাদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে যেতে হবে।”
স্বাভাবিকভাবেই জিতেন্দ্রর এই কথায় রব উঠেছে রাজনৈতিক মহলে। পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানান, “উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতে সবাই দেখেছে কী ভাবে বিজেপি সন্ত্রাস করেছে। সদ্য ত্রিপুরাতেও তার প্রমাণ পাওয়া গিয়েছে। গুলি, বোমা নিয়ে ওরা সন্ত্রাস করবে বলে আগে থেকেই ঠিক করে রেখেছে। ওরা জানে না তৃণমূল মানসিক দিক দিয়ে কতটা শক্তিশালী। সাধারণ মানুষ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। কয়েক মাস আগেই বিধানসভা ভোট তা প্রমাণ করে দিয়েছে। এই সব সন্ত্রাসীরা বিধানসভায় যে ক’টা ভোট পেয়েছে পুরসভা ভোটে তার বিন্দুমাত্রও পাবে কি না সন্দেহ।”