দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন আগের তুলনায় অনেকটাই স্তিমিত। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। তবে এরই মধ্যে দেশের কোভিড গ্রাফে সামান্য পতন। সপ্তাহের শুরুতেই ফের দেশের দৈনিক সংক্রমণ নামল ৩৫ হাজারে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪।
অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জনের প্রাণ কেড়েছে করোনা। দৈনিক মৃতের সংখ্যা আজও ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৪৫৭ জন করোনামুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৮৬। যদিও সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ৩ হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ২ হাজার ১৮৮ জন।