ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল, বুধবার ইন্ডিয়ান অয়েল যে টেন্ডার ডাকে, তাতে গাড়ির পরিবহণ খরচ অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়েছে। তা নজরে আসতেই প্রতিবাদে সরব হয় সংগঠন। সেই প্রতিবাদের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মঘটের পথে হাঁটেন সংগঠন।
গত বৃহস্পতিবার থেকে একাধিক দাবি নিয়ে মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপোতে শুরু হয়েছিল ধর্মঘট। পরিবহণ খরচ বাড়ানোর দাবিতে এবং বেশ কিছু চুক্তিভুক্ত গাড়িকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পেট্রোল, ডিজেল সরবরাহ বন্ধ করে দেয় তেল ট্যাঙ্কারগুলি। আর তাতেই বিপদে পড়েছিল কলকাতা সহ ৬ জেলার পেট্রোল পাম্পগুলো।
বৃহস্পতিবার বিকেল থেকেই খালি হতে শুরু হয় বহু পেট্রোল পাম্প। পেট্রোল-ডিজেল শূণ্য হয়ে পড়া পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য হন মালিকেরা। আর তেল না পেয়ে সমস্যায় ভুগছিলেন শহরবাসী। অবশেষে ধর্মঘট ওঠায় সমস্যা মিটতে চলেছে। কলকাতা সহ ৬ জেলার পেট্রোল-ডিজেল সঙ্কট মিটছে। মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপোয় চলা ট্যাঙ্কার ধর্মঘট অবশেষে উঠে গেল। ধর্মঘটকারীদের দাবি কার্যত মেনে নিল ইন্ডিয়ান ওয়েল করপোরেশন।
দু’দিন ধরে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা সমাধানের আশায় বৈঠক চলছিল ধর্মঘটীদের। দুদিনে কোনো রফাসূত্র না মেলায় শনিবারও বৈঠকের কথা ছিল। সেই বৈঠকেই ট্যাঙ্কার অ্যাসসিয়েশনের দাবি মেনে নেওয়ার আশ্বাস মেলে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে। আর তারপরেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।