সোশ্যাল মিডিয়া পোস্টে শিশুসুলভ ভুল করে বা হাস্যকর কান্ড ঘটিয়ে হাসির খোরাক হওয়ায় গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। এবার সেই তালিকায় নাম লেখালেন আরেক পদ্মনেতা। দেশের ক্রীড়াক্ষেত্রের সব থেকে বড় পুরস্কার খেলরত্ন পুরস্কার। এতদিন পর্যন্ত যা ‘রজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার নামে পরিচিত ছিল। শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ঘোষণা করা হয়, এবার থেকে রাজীব গান্ধী নয় বরং দেশের কিংবদন্তি ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদের নামে নামাঙ্কিত হবে এই পুরস্কার।
এই সিদ্ধান্ত ঘোষণার পরই তা নিয়ে পোস্ট করে ট্রোল হলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। খেলরত্নের নাম পরিবর্তন করার সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি একটি পোস্টার টুইট করেন। আর সেই টুইটে খেলরত্নের পরিবর্তে পরমবীর চক্রের একটি ছবি রাখা হয়েছিল। এমনকি পোস্টারে ধ্যানচাঁদের ছবি এক কোণায় রেখে পোস্টারজুড়ে প্রধানমন্ত্রীর বিশালাকৃতি হাসিমুখ নিয়েও কটাক্ষ করেছেন নেটনাগরিকরা।