এর আগে ত্রিপুরা সফরে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পথে তাঁর গাড়ির ওপর হামলা চালিয়েছিলেন বিজেপির নেতা-কর্মীরা। এবার ত্রিপুরায় আক্রান্ত হলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য-সুদীপ রাহা-জয়া দত্তরা। সূত্রের খবর, এদিন আমবাসা যাওয়ার পথে এক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়। ইট-পাথর ছোঁড়া হয় তাঁদের দিকে, গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় দেবাংশু-সুদীপদের। অভিযোগ বাঁশ, রড দিয়ে তাঁদের আক্রমণ করা হয়।
জানা গিয়েছে, ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল যুব নেতা সুদীপ রাহা। সুদীপকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। ঘটনাস্থলে কান্নায় ভেঙে পডড়েন তিনি। আক্রান্ত হয়েছেন এই জয়া-দেবাংশুও। ঘটনায় পুলিশি হস্তক্ষেপ চেয়ে ধর্নায় বসেছেন সুদীপ-দেবাংশুরা। শেষ পাওয়া খবরে অনুযায়ী ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসেছে তৃণমূলের হাইকমান্ড। গতকালই ত্রিপুরা থেকে ফিরেছেন কুণাল ঘোষ। কিন্তু পরিস্থিতি বুঝে আগামীকাল তাঁকে ত্রিপুরা রওনা দিতে নির্দেশ দিয়েছে দল। অন্যদিকে, সমীর চক্রবর্তী ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছে গিয়েছেন।