গত ১৯ জুলাই তমলুকে যখন বিজেপির বিক্ষোভ সমাবেশ চলছিল। তখন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে হুমকি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বিপর্যয় মোকাবিলা আইন ভেঙে জমায়েত ছাড়াও একাধিক অভিযোগে শুভেন্দু-সহ একাধিক বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল পুলিশ। এবার বিজেপি নেতা-কর্মীদের থানায় ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করল তমলুক থানার পুলিশ। যার ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ল শুভেন্দু অধিকারীর।
জানা গিয়েছে, বিজেপি নেতাদের কথা না শুনলে পুলিশ সুপারকে বদলি করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। বলেছিলেন, ‘আপনি কেন্দ্রীয় সরকারের ক্যাডার। এখানে রাজ্য সরকার আছে। আমাদের হাতে কেন্দ্রীয় সরকার আছে। কথা না শুনলে বারমুলা, অনন্তনাগে বদলি হয়ে যেতে পারে।’ যার জেরে তমলুক থানায় শুভেন্দু-সহ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল পুলিশ।
সেই সূত্রেই এবার তমলুক থানায় হাজিরা দেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, সহ-সভাপতি তথা সেদিনের বিক্ষোভ সমাবেশের অন্যতম উদ্যোক্তা আশীষ মণ্ডল-সহ বেশ কয়েকজন নেতা-কর্মী। জেলা পুলিশ সূত্রে খবর, শুভেন্দু অধিকারী জেলা পুলিশ সুপারকেও আক্রমণ করেছেন। অন্যান্য পুলিশ কর্মীদেরও আক্রমণ করেছেন। বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।