টোকিও অলিম্পিক থেকে যখন পদক জিতে দেশের নাম উজ্জ্বল করছেন ভারতীয় ক্রীড়াবিদরা, তখন তাঁদের ধর্মীয় পরিচিতিকে ইস্যু করে ফের বিভাজনের রাজনীতি শুরু করে দিল গেরুয়া শিবির। হ্যাঁ, এবার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে দাবি জানিয়েছেন, টোকিওতে ব্রোঞ্জ খেতাব জয়ী পি ভি সিন্ধুকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হোক টেনিস তারকা সানিয়া মির্জার পরিবর্তে।
প্রসঙ্গত, ২০১৪ সালে সানিয়াকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে রাজাকে বলতে শোনা গিয়েছে, সিন্ধুই প্রথম মহিলা যিনি দুটি অলিম্পিক পদক জিতেছেন। টোকিওতে ব্রোঞ্জ জিতে তিনি ভারত, তথা তেলঙ্গানার মুখ উজ্জ্বল করেছেন। ঘোসামহলের বিধায়কের এমন বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। ২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার সময়ও তিনি সানিয়াকে ‘পাকিস্তানের পুত্রবধূ’ তকমা দিয়ে তেলঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরানোর দাবি জানিয়েছিলেন। উল্লেখ্য, ২৫ জুলাই সানিয়া মেয়েদের ডাবলসের প্রথম রাউন্ডেই ইউক্রেন জুটির কাছে হেরে টোকিও অলিম্পিকে দৌড় শেষ হয়ে যায় সানিয়া-অঙ্কিতা রায়নার।