‘খেলা’ শুরু হয়ে গিয়েছে ত্রিপুরায়। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে একদিকে নতুনভাবে সংগঠন গড়ে তোলায় নজর দিয়েছে তৃণমূল। আর ঠিক সেই সময়ই একটি ভিডিও প্রকাশ্যে আনলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বর্তমানে ত্রিপুরাতেই রয়েছেন কুণাল। সেখান থেকেই টুইটে ভিডিওটি দিয়ে তিনি দাবি করেছেন, ত্রিপুরা বিজেপির দলীয় বৈঠকেই সংগঠনের দুরাবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
ভিডিও প্রকাশ করে কুণাল লিখেছেন, ‘ভয় পেয়েছে বিজেপি। দলের সভাতেই স্বীকার করছে দুর্বলতা। আর টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূলের কাছে। বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে।’
প্রসঙ্গত, ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কার্যকারিনী সভায় বক্তব্য রাখছেন এক দলীয় নেতা। তিনি বলছেন, ‘সংগঠকরা ঠিকমতো কাজ না করলে দুর্বল হবে সরকার। আর সরকার দুর্বল হলে দল দুর্বল হয়ে পড়বে।’ যদিও দলের ভিতরকার বৈঠকের ভিডিও কীভাবে কুণাল পেলেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কুণাল নিজেই জানিয়েছেন, টাটকা বৈঠকের ছবি দলের কর্মীরাই পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। আর এখানেই বিজেপির গোষ্ঠীকোন্দলের আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।
প্রসঙ্গত, একদিনের ত্রিপুরা সফরে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, এবার অন্য লড়াই আগরতলাকে ঘিরে। সেই সূত্রেই গাড়িতে হামলার পরও তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বারবার ত্রিপুরা আসবেন। তা যে শুধুই কথার কথা নয়, ‘বদলে যাওয়া’ তৃণমূলের কর্মসূচিতেই তা স্পষ্ট। বুথস্তরে সংগঠন পোক্ত করতে হবে বলে দলীয় নেতাদের বারবার নির্দেশ দিয়েছেন অভিষেক। আর ঠিক সেই কাজই সামলাচ্ছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।