এবার যন্তর মন্তরে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন রাহুল গান্ধী। এদিন তিনি উপস্থিত হন আন্দোলনকারীদের মঞ্চে। কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীর যন্তর-মন্তরে আন্দোলন করছেন কৃষকরা। শুক্রবার সকালেই কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। এবার রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতারা যোগ দিলেন কৃষক আন্দোলনে।
কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীর যন্তর-মন্তরে আন্দোলন করছেন কৃষকরা। শুক্রবার সকালেই কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। এবার রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতারা যোগ দিলেন কৃষক আন্দোলনে।
শুক্রবার যন্তর মন্তরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেন দোলা সেনা, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার। দোলা সেন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ফের দিল্লী সফর করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দিল্লীর কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের নিয়ে একটি বৈঠকও করতে পারেন তিনি।
ট্রাক্টর চালিয়ে সংসদ অধিবেশনে গিয়েছিলেন রাহুল গান্ধী। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতেই তাঁর এই কর্মসূচি বলে জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ। একইসঙ্গে কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, ‘সংসদে আমি কৃষকদের প্রতিনিধি হয়ে তাঁদের বার্তা পৌঁছে দিতে এসেছি।’ ফের একবার কৃষকদের পাশে দাঁড়ালেন এই কংগ্রেস সাংসদ।
শুধু তাই নয়, গাজিপুর সহ দেশের যে প্রান্তগুলিতে কৃষক আন্দোলন হচ্ছে সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষকদের জন্য উত্তরীয়ও পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল, এনসিপি, শিবসেনা, সিপিএম, সিপিআই, আরএসপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন রাহুল গান্ধী। যদিও এই বৈঠকে যোগ দেননি আম আদমি পার্টি।