ফের নাম বদল। ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে’র নাম বদলে রাখা হল ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’। শুক্রবার সকালে টুইটে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটে মোদী লিখেছেন, ‘সারা দেশ থেকে অনুরোধ এসেছিল, খেলরত্ন পুরস্কার ধ্যানচাঁদের নামে করা হোক। দেশবাসীর দৃষ্টিভঙ্গীকে ধন্যবাদ জানাই। তাঁদের দাবিকে মান্যতা দিয়েই, এবার থেকে খেল রত্ন পুরস্কারের নাম হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। জয় হিন্দ’।
প্রসঙ্গত, প্রতি বছর দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার খেলরত্ন দেয় যুব ও ক্রীড়া দফতর। আন্তর্জাতিক ক্ষেত্রে অন্তত চার বছর ভালো পারফরমেন্স দেখাতে পারলে কোনও খেলোয়াড়ের নাম এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। পুরস্কার প্রাপককে দেওয়া হয় একটি পদক, সার্টিফিকেট এবং ২৫ লক্ষ টাকা।
এর জন্য ১২ সদস্যের সিলেকশন কমিটিও আছে। প্রতি খেলা থেকে একজনের নাম বাছাই করে তাঁরা তা পাঠান যুব ও ক্রীড়া দফতরে। সেখান থেকে পুরস্কার প্রাপকদের নাম চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে ১৯৯১-৯২ সাল থেকে এই পুরস্কার দেওয়া চালু হয়।