দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন আগের তুলনায় অনেকটাই স্তিমিত। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। ইতিমধ্যেই দেশের কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। মাঝখানে দু’একদিন বাদ দিলে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা ঘোরাফেরা করছে ৪০ হাজারের উপরে। শুক্রবার তা আরও খানিকটা বেড়ে পৌঁছে গিয়েছে একেবারে ৪৫ হাজারের দোরগোড়ায়। যা অশনি সংকেত দিচ্ছে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জনের প্রাণ কেড়েছে করোনা। ২৪ ঘন্টায় মৃত্যু সামান্য কমে ৪৬৪। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬। যদিও সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ৩ হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯ জন।