বিজেপির জাতীয়তাবাদ যে আসলে লোক দেখানো এবার ফের মিলল তার প্রমাণ। এবার খোদ বিজেপি বিধায়কের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটিতে। এক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সঙ্গীত শুরু হতেই হাতের ইশারায় তা বন্ধ করার নির্দেশ দিচ্ছেন আসানসোলের কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার।
প্রসঙ্গত, আসানসোলের কুলটির সাকতোড়িয়ার হাতিনল এলাকায় এক ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক। সেখানে বিধায়ক যখন মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছিলেন, তখন হঠাৎই বক্সে জাতীয় সঙ্গীত বেজে ওঠে। কিন্তু মাঝপথে সেই জাতীয় সঙ্গীত হাত নেড়ে বন্ধ করার নির্দেশ দেন বিধায়ক ডঃ অজয় পোদ্দার। এর পরে তিনি বাকি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন। যা নিয়ে মুহূর্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব।
আসানসোলের কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দারের কাণ্ড সামনে আসতেই সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন যুব তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির এই আচরণ অস্বাভাবিক নয়। ওঁদের সংস্কৃতি এটাই। দেশভক্তি স্রেফ লোকদেখানো। যাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, বিবেকানন্দ ঠাকুর বলে, তাঁদের নিয়ে কিছু বলতে রুচিতে বাধে। কুলটি ব্লক যুব কংগ্রেস সভাপতি সুকান্ত দাসও এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, শুধু ক্ষমতায় আসার উদ্দেশ্যেই বিজেপি সব জায়গায় দেশভক্তির নাম নেয়। এমনিতে তাঁদের মধ্যে দেশভক্তির কোনও লক্ষণ নেই।