পূর্ববর্তী অবস্থার থেকে তৃণমূল কংগ্রেসের জমানায় শিল্প পরিবেশ এখন অনেক ভালো হয়েছে। বুধবার দ্ব্যর্থহীনভাবে এই মর্মেই রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করলেন বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা। শ্রমদপ্তরের তরফে এদিন বণিকসভাগুলির সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছিলেন মন্ত্রী বেচারাম মান্না, প্রধানসচিব বরুণ রায়, শ্রম কমিশনার জাভেদ আখতার, শিল্পসচিব বন্দনা যাদব সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সেই বৈঠকেই বণিকসভার প্রতিনিধিরা শিল্প পরিবেশ নিয়ে তাঁদের অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, বর্তমানে ইজ অফ ডুয়িং বিজনেসের (ইওডিবি) ক্ষেত্রে বাংলার তৃতীয় স্থানে উঠে আসার কথাও উল্লেখ করেন তাঁরা। বণিকসভার প্রতিনিধিরা অবশ্য অনলাইন পরিষেবার মাধ্যমে বিভিন্ন দপ্তরের লাইসেন্স রিনিউ করা নিয়ে কিছু জটিলতা দূর করার আর্জি জানান মন্ত্রীর কাছে। তাঁদের কথায়, পুর, দমকল, পরিবেশ প্রভৃতি বিভিন্ন দপ্তরের তরফে যে লাইসেন্স দেওয়া হয় সেগুলির সব কটির মেয়াদ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত করা দরকার।
প্রসঙ্গত, একাধিক লাইসেন্সের মেয়াদ বিভিন্ন সময় পর্যন্ত থাকায় সেগুলি রিনিউ করার জন্য বারবার সরকারের দ্বারস্থ হতে হয় তাঁদের। একই সঙ্গে নতুন শ্রমকোড অনুযায়ী শ্রমিকদের নগদে মজুরি দেওয়া সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ারও আশঙ্কা ব্যক্ত করেন তাঁরা। শ্রমমন্ত্রী বণিকসভার প্রতিনিধিদের বক্তব্য শুনে এই বিষয়গুলি সরকারের তরফে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, “রাজ্যে সুস্থ শিল্প পরিবেশ বজায় রাখার জন্য শ্রমদপ্তরের তরফে মালিক এবং শ্রমিক উভয় পক্ষের সংগঠনগুলির সঙ্গে নিয়মিত আলোচনা চালানো শুরু হয়েছে। আমাদের সরকার এই সুস্থ পরিবেশের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।”