পেগাসাস নিয়ে কোনও তথ্য থাকলে তা তদন্ত কমিশনকে জানানোর নোটিশ দেওয়া হল। বিভিন্ন প্রথমসারির সংবাদপত্রে সেই নোটিশ প্রকাশিত হয়েছে।
ওই নোটিশে জানানো হয়েছে, কোনও ব্যক্তি, সংস্থার কাছে পেগাসাস ‘হ্যাক’ নিয়ে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ তথ্য থাকলে তা সুপ্রিম কোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে গঠিত তদন্ত কমিশনকে জানানো যেতে পারে। সেই নোটিশ প্রকাশের ৩০ দিনের মধ্যে সেই তথ্য জানাতে পারে।
বিশেষ পরিস্থিতি ছাড়া ৩০ দিনের পর কোনও তথ্য নেওয়া হবে না। সেজন্য একটি ঠিকানাও দেওয়া হয়েছে – নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি, মেজর আর্টিরিয়েল রোড, কলকাতা – ৭০০১৫৬। সেইসঙ্গে
[email protected]তে ইমেল করেও তথ্য জানানো যাবে।
স্পাইওয়ার পেগাসাস নিয়ে বিতর্কের মধ্যে গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরো বিষয়টির তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হচ্ছে। রাজ্য সরকারে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আড়ি পাতার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সত্যি হয়ে থাকলে কীভাবে ম্যালওয়ার কাজ করেছে, তা তদন্ত করে দেখবে কমিশন। ‘নজরদারির’ জন্য ইজরায়েলের এনওসও গ্রুপের পেগাসাস বা অন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, কোন কারণে ‘আড়ি’ পাতা হয়েছিল, ‘আড়ি’ পাতার ফলে প্রাপ্ত তথ্য কোথায় গিয়েছে, কীভাবে ব্যবহার করা হয়েছে, তাও তদন্ত করা হবে। সেইসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও ব্যক্তি বা কোনও গোষ্ঠীর প্ররোচনা বা উস্কানির মতো বিষয়-সহ কোন পরিস্থিতিতে ‘আড়ি’ পাতা হয়েছিল, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ভূমিকা কী, ‘আড়ি’ পাতা হয়ে থাকলে আইনি দিকও বিবেচনা করে দেখবে কমিশন।