গত ১৯ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরুর আগেরদিনই সামনে চলে আসে পেগাসাস কাণ্ড। ফলে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই এই ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। বিরোধীদের হই-হট্টগোলের জেরে কার্যত অচল হয়ে আছে সংসদের দুই কক্ষই। এমতাবস্থায় সূত্রের খবর, এক সপ্তাহ কমিয়ে দেওয়া হচ্ছে বাদল অধিবেশনের মেয়াদ। আগামী শুক্রবারই এই ঘোষণা হতে পারে। সংসদ সূত্রের খবর, কংগ্রেস তৃণমূল, ডিএমকে এবং বাম দলগুলো সহ বিরোধীরা যেভাবে পেগাসাস পেট্রোপণ্য এবং কৃষি আইন ইস্যুতে সরকারকে চেপে ধরেছে তাতে বাদল অধিবেশন ১৩ই আগস্ট পর্যন্ত কিছুতেই চালাতে নারাজ সরকার।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত হওয়ার কথা বাদল অধিবেশন। কিন্তু, বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের স্বাভাবিক কাজকর্ম কার্যত থমকে রয়েছে। তবে এসব সত্ত্বেও গত কয়েকদিনে সংসদে একের পর এক বিল পাস করানো হয়েছে ঝড়ের গতিতে। বিরোধীদের আপত্তি শোনা হয়নি। বিল নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। বিল পাশের সময় ডিভিশন দেওয়া হয়নি। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েনের হিসেব অনুযায়ী, ‘মাত্র ৮৪ মিনিটে ১২ টি বিল পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ প্রতি বিলের জন্য ব্যয় করা হয়েছে মাত্র ৭ মিনিট।’ এর পরেই তিনি সংসদে বিল পাস হওয়ার প্রক্রিয়াকে পাপড়ি চাটের সঙ্গে তুলনা করেন।