দিল্লী ধর্ষণ ও খুনকাণ্ডে এবার আসরে তৃণমূল। কংগ্রেস এবং আম আদমি পার্টির নেতাদের পর এবার ক্যান্টনমেন্ট অঞ্চলের পুরোন নাঙ্গল এলাকায় নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে এল তৃণমূলের প্রতিনিধি দল। বুধবার নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন তৃণমূলের তিন মহিলা সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার, শান্তা ছেত্রী এবং মৌসম নূররা নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার বার্তা দেন।
দিল্লী ক্যান্টনমেন্ট অঞ্চলের পুরোন নাঙ্গল এলাকার প্রান্তিক পরিবারের ওই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বেশ কয়েকদিন ধরেই উত্তাল জাতীয় রাজনীতি। খাস রাজধানীর বুকে ন’বছরের বালিকাকে ধর্ষণ করে খুন! শুধু তা-ই নয়, নিগৃহীতার পরিবারকে হুমকি দিয়ে পুলিশকে না জানিয়ে নির্যাতিতার দেহটি পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। কারণ, রাজধানী দিল্লির আইনশৃঙ্খলার ভার রয়েছে কেন্দ্রের উপরই।
প্রসঙ্গত, দিল্লির এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগেই তোপ দেগেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে অভিষেক লেখেন, ‘প্রতিদিন দেশজুড়ে আমাদের মেয়েদের, তফসিলি সম্প্রদায়ের সদস্যদের ভয়ানক অত্যাচারের মুখে পড়তে হচ্ছে। যা প্রমাণ করে দিচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা অসংবেদনশীল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক’। এ প্রসঙ্গে দিল্লী পুলিশের ডিজি রাকেশ আস্থানার নিয়োগ নিয়েও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। প্রশ্ন তুলেছেন, ‘দিল্লীর পুলিশ কমিশনার রাকেশ আস্থানা অমিত শাহের কাছের মানুষ। তিনি কি এখনই দায়িত্বপালন করতে ব্যর্থ হচ্ছেন? নাকি তাঁর নিয়োগের পিছনে অন্য কোনও কারণ আছে’?