গত ১৯ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরুর আগেরদিনই সামনে চলে আসে পেগাসাস কাণ্ড। ফলে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই এই ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। কার্যত অচল হয়ে আছে সংসদের দুই কক্ষ। এরই মধ্যে বুধবার ১৪ টি বিরোধী দল দাবি করল, সংসদে পেগাসাস কেলেংকারি নিয়ে আলোচনা করতে হবে। তাদের বক্তব্য, বিষয়টির সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত।
বিরোধী দলগুলির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনক বিষয় হল, বিরোধীদের বদনাম করার জন্য সরকার বিভ্রান্তিকর প্রচার শুরু করেছে। সংসদের অধিবেশনে বাধা দেওয়ার জন্য বিরোধীদের ওপরে দোষ চাপানো হচ্ছে।’ পরে বিবৃতিতে এ-ও বলা হয়, ‘সংসদ অচল হওয়ার দায় সরকারের। সরকার উদ্ধত ও একগুঁয়ে মনোভাবের পরিচয় দিয়েছে। বিরোধীরা চায়, সংসদে পেগাসাস নিয়ে বিতর্ক হোক।’
বিরোধীদের অভিযোগ, বাদল অধিবেশনে বিনা বিতর্কে একের পর এক বিল পাশ করিয়ে নিচ্ছে সরকার। গত সোমবার তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন বলেন, সরকার গড়ে প্রতি সাত মিনিটে সংসদে একটি করে বিল পাশ করাচ্ছে। তিনি টুইট করে বলেন, ‘বাদল অধিবেশনের প্রথম ১০ দিনে মোদী সরকার ১২ টি বিল পাশ করিয়েছে। গড়ে প্রতিটি বিল পাশ করানোর জন্য সময় দেওয়া হয়েছে সাত মিনিট।’