জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলার রঞ্জিত সাগর ড্যামের কাছে ভেঙে পড়ল সেনা-কপ্টার। ঘটনাস্থলে এন.ডি.আর.এফ, এস.ডি.আর.এফ টিম। চলছে তল্লাশি। পাটানকোটের পুলিশ সুপার জানিয়েছেন, পাঞ্জাবের পাঠানকোটের ৩০ কিলোমিটার কাছে অবস্থিত এই ড্যাম।
চলতি বছরের জানুয়ারিত জম্মু-কাশ্মীরের কাথুয়াতে বেঙে পড়ে আরও একটি সেনা কপ্টার। যাতে একজন সেনার মৃত্যুও হয়। একই মাসে রাজস্থানের সুরাতগড়েও ভেঙে পড়ে একটি সেনা কপ্টার। যাত্রীক গোলযোগের কারণেই কপ্টারটি ভেঙে পড়ে বলে জানা যায়।
আবারও। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ মামুন ক্যান্টনমেন্ট থেকে ২৫৪ আর্মি অ্যাভিয়েশন স্কোয়াড্রনের একটি কপ্টার যাত্রা শুরু করে। কিন্তু হঠাৎই রঞ্জিত সাগর ড্যামের কাছে সেটি ভেঙে পড়ে। কাথুয়া জেলার SSP আরসি কোতয়াল জানান, কপ্টারটিতে কতজন ছিল, সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। খোঁজ শুরু হয়েছে।