বিজেপি কর্মীদের অভিযোগ, ‘রীতি ভেঙে’ মৌমিতা সাহাকে যুব মোর্চার সম্পাদক করেছেন সৈমিত্র খাঁ। তারপর থেকেই মৌমিতা-সৌমিত্রকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এবার এই নিয়ে মুখ খুললেন সৌমিত্রপত্নী সুজাতা মণ্ডল। বললেন, ‘অন্য মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না সৌমিত্র। যত দোষ দিলীপ ঘোষের’।
বিতর্কের সূত্রপাত, মৌমিতা সাহাকে কেন্দ্র করে। একটি মণ্ডলের সভাপতি থেকে সরাসরি তাঁকে যুব মোর্চার সম্পাদক করে দেন সৌমিত্র খাঁ। তারপর যুক্ত করেন যুব মোর্চার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরই শুরু হয় বিতর্ক। রাজ্য কমিটিতে পুরনোদের বাদ দিয়ে মৌমিতাকে কেন ওই পদে বসানো হল, সেই প্রশ্ন তোলেন যুব মোর্চার অন্য সদস্যরা। মৌমিতা এবং সৌমিত্রের সম্পর্ক নিয়েও শুরু হয় গুঞ্জন।
তবে এই সব গুঞ্জনকে আমল দিচ্ছেন না সৌমিত্রপত্নী সুজাতা। তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হওয়াতেই কিছু মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন সুজাতা। বলেন, ‘আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এটা অনেকেই জানে এবং তার সুযোগ নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা একে অপরকে ৯ বছর ধরে চিনি। ও অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না। ওঁর পছন্দ এত নীচে নামবে না’।
যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে সৌমিত্রকে সরানোর জন্য এসব চক্রান্ত করা হচ্ছে বলে সরাসরি দিলীপ ঘোষের দিকেই আঙুল তুলেছেন সুজাতা। তাঁর কথায়, ‘যাঁরা পরিশ্রম করে জায়গা করে নেয়, তাঁরা এই রকম রুচিহীন কাজ করতে পারে না। দিলীপ ঘোষ চাইছে কীভাবে সৌমিত্র খাঁকে সরানো যায়। বিজেপির গোয়ালঘরের গোরুদের মধ্যে গুঁতোগুঁতি চলছে। এখন তাঁরা বুঝে উঠতে পারছে না কী করবে’!