করোনার জেরে উত্তর প্রদেশে মহরমের তাজিয়া নিয়ে শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার। সোমবার এই মর্মে গাইডলাইন জারি করা হয়েছে। সঙ্গে রাজ্যের মৌলানাদের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং এবং পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের ডিজিপি মুকুল গোয়েল।
যোগী সরকারের গাইডলাইন অনুযায়ী, উত্তর প্রদেশে এবার মহরম উপলক্ষ্যে তাজিয়া নিয়ে কোনওরকম শোভাযাত্রা বের করা যাবে না। বসবে না মেলাও। তবে দু-তিনজন একসঙ্গে বেরিয়ে তাঁদের ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারবেন। এমন নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে স্থানীয় শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। মৌলানা কালবে সিবতেন নুরী এই নিষেধাজ্ঞা বদলের দাবি জানিয়ে বলেছেন, তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে।
এই সময় উত্তর প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। রাজ্যের ৭৫ টি জেলা সম্পূর্ণভাবে করোনামুক্ত। দৈনিক আক্রান্তের সংখ্যাও ১ হাজারের নীচে। তবে তৃতীয় ঢেউকে মাথায় রেখে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না যোগী সরকার। আর তাই মহরমের তাজিয়ায় বিধিনিষেধ জারি করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে এর আগে বকরি ইদেও বিধি নিষেধ জারি করেছিল উত্তর প্রদেশ সরকার। প্রকাশ্যে গরু, উট কুরবানি দেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এবার মহরমের তাজিয়া নিয়ে শোভাযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার।