লাগাতার বৃষ্টির জেরে গত দু’দিন ধরে জলবন্দি ঘাটাল। ব্লকের ১২টি পঞ্চায়েত ও ঘাটাল পুরসভায় ১৭টি ওয়ার্ডে জল জমছে। জলের তলায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক। অধিকাংশ জায়গায় পানীয় জলের সঙ্কট চরমে। এই অবস্থায় আজ নৌকা করে ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
গত কয়েকদিনের বৃষ্টিতে জলবন্দি ঘাটাল মহকুমাশাসকের কার্য্যালয় ও উপ সংশোধনাগার। গতকাল মহকুমাশাসক কার্য্যালয়ের বাউন্ডারি ওয়াল সেচ দফতরের তৎপরতায় অনেকটাই মেরামত করা গেলেও এখনও ভাঙা অংশ দিয়ে জল ঢুকছে। যার জেরে ঘাটাল ব্লকের ১২ টি পঞ্চায়েতের বেশিরভাগ এলাকাই এখনও জলের তলায়।
ঘাটালের নদীগুলির জলস্তর আগের তুলনায় কিছুটা কমেছে,বর্তমানে বিপদসীমার নিচেই রয়েছে নদীগুলির জলস্তর। নতুন করে ঘাটাল,দাসপুরে জল না ঢোকায় এবং আবহাওয়ার পরিবর্তন হওয়ায় দ্রুত জলমগ্ন এলাকাগুলি থেকে জল কমবে এমনটাই আশাবাদী ঘাটাল মহকুমা প্রশাসনের।