ঘোষিত হল কলকাতা ফুটবল লিগের সূচী ঘোষিত হল। আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। আপাতত আংশিক সূচী ঘোষণা করা হয়েছে। দুই প্রধান এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলকে রেখেই সূচী তৈরি হয়েছে। এসসি ইস্টবেঙ্গল নামছে ২৪শে আগস্ট, এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ ২৯শে আগস্ট। ৬ই সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচগুলির সূচী ঘোষণা করা হয়েছে। যদিও ম্যাচের সময় এবং স্থান জানানো হয়নি।
উল্লেখ্য, এ বার লিগ এবং নকআউট পর্যায়ে আয়োজিত হবে কলকাতা লিগ। ১৪ টি দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে প্রতিযোগিতা। তারপর নকআউট পর্ব। লিগে কোনও অবনমন থাকছে না।
দেখে নাওয়া যাক, ময়দানের দুই প্রধানের ম্যাচ কবে কবে :
এটিকে মোহনবাগান –
২৯শে আগস্ট : বনাম জর্জ টেলিগ্রাফ
১লা সেপ্টেম্বর : বনাম খিদিরপুর
৫ই সেপ্টেম্বর : বনাম পিয়ারলেস
এসসি ইস্টবেঙ্গল –
২৪শে আগস্ট : বনাম ভবানীপুর
২৮শে আগস্ট : বনাম মহমেডান
৩১শে আগস্ট : বনাম ইউনাইটেড
৪ঠা সেপ্টেম্বর : বনাম বিএসএস