পেগাসাস, মূল্যবৃদ্ধি, কৃষি বিল সহ একাধিক ইস্যু নিয়ে বাদল অধিবেশনের শুরু থেকেই শাসক শিবিরের বিরুদ্ধে ঝড় তুলেছে বিরোধীরা। ইতিমধ্যেই পরপর দু সপ্তাহ মুলতুবি হয়েছে সংসদ। এবার সংসদের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলে সোমবার টুইট করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
টুইটারে তিনি লিখেছেন, ‘অধিবেশনের প্রথম ১০ দিনের মধ্যে, মোদী-শাহ ছুটে এসেছিলেন এবং গড়ে প্রায় ৭ মিনিটের মধ্যে ১২ টি বিল পাস করিয়েছেন। ওনারা আইন পাশ করছেন না পাপড়ি চাট বানাচ্ছেন’! সংসদের কোন কক্ষে কত সময়ের মধ্যে কোন বিল পাস হয়েছে তার একটি তালিকাও তিনি টুইট করেছেন।
সেখানে দেখা যাচ্ছে, রাজ্যসভায় ২৭ জুলাই মাত্র ৮ মিনিটের আলোচনার পর পাস হয় মেরিন এইডস টু ন্যাভিগেশন বিল। ২৮ জুলাই ৫ মিনিটের আলোচনার পর পাস হয় জুভেনহাইল জাস্টিস বিল। ২৯ জুলাই ৭ মিনিট আলোচনার পর পাস হয় ফ্যাক্টরি রেগুলেশন বিল। ৩০ জুলাই মাত্র ১ মিনিট আলোচনার পর পাস হয় কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড বিল।
লোকসভাতেও একই চিত্র। ২৬ জুলাই লোকসভায় দুটি বিল পাস হয়। মাত্র ১৩ মিনিট আলোচনার পর পাস হয় ফ্যাক্টরি রেগুলেশন বিল আর মাত্র ৬ মিনিটের মধ্যে পাস হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, এন্ট্রাপ্রিনিউরশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিল।
২৮ জুলাই ৪ টি বিল পাস হয় লোকসভায়। ৫ মিনিটে ইনসলভেন্সি ব্যাঙ্করাপ্সি কোড বিল, ৩ ও ৪ নম্বর অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হয় মাত্র ৬ মিনিটে আর সাপ্লিমেন্টারি ডিমান্ডস ফর গ্রান্টস & ডিমান্ডস ফর এক্সসেস গ্রান্টস পাস হয় মাত্র ৯ মিনিটে। ২৯ জুলাই এয়ারপোর্টস ইকনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বিল পাস করা হয় ১৪ মিনিটে আর মাত্র ৬ মিনিটে পাস হয় ইনল্যান্ড ভেসেলস বিল।