ত্রিপুরায় আজ কের পুজো। আর সেই পুজো উপলক্ষে এবার ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা তৃণমূল দলটার এখন পাখির চোখ ত্রিপুরা। তাই শুধু মমতাই নন, একই ট্যুইট করলেন তাঁর দলের সব নেতা মন্ত্রীরা। ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানানো হলো দলের পক্ষ থেকে।
কের কথার অর্থ সীমানা বা গণ্ডি। ত্রিপুরার আদি জনজাতির মানুষ দীর্ঘকাল ধরেই এই পুজো করে আসছে। এক সপ্তাহ ধরে এই পুজোর আচার অনুষ্ঠান পালিত হয়। ত্রিপুরাবাসীর মন পেতে এবার এই পুজোকেই অস্ত্র করছে ঘাসফুল শিবিরের নেতামন্ত্রীরা। শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। বলাই বাহুল্য এক বছর আগে ছবিটা এমন ছিল না। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনই প্রকৃতার্থে চোখ খুলে দিয়েছে তৃণমূলের। পড়শি রাজ্যে সম্প্রসারণের কথা বুকফুলিয়েই ঘোষণা করেছে দল।
প্রসঙ্গত তৃণমূলের বহু নেতা-মন্ত্রী এখন ত্রিপুরায়। রয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ত্রিপুরা রওনা হয়েছেন দেবাংশুও। ক্লাইম্যাক্স হিসেবে ত্রিপুরায় পা রাখতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোরকদমে চলছে জমি জরিপ। ত্রিপুরার মাটিতে চষছেন আইপ্যাকের প্রতিনিধিরা। মনে করা হচ্ছে, অভিষেক গিয়েই আগামী কয়েক মাসের সাংগঠনিক নীল নকশাটি তৈরি করে দেবেন।