এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নিজের সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর, বিভ্রান্তিমূলক তথ্য পোস্ট করার অভিযোগে বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল উল্টোডাঙা থানায়। তবে তাতেও দমে না গিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন কঙ্গনা। দিল্লীতে বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করেন বলিউডের গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। নিজের ফেসবুক পোস্টে সেই বৈঠককে ‘মাফিয়া’দের বৈঠক আখ্যা দেন কঙ্গনা।
প্রসঙ্গত, এর আগেও বাংলার নির্বাচন ও তার পরবর্তী সময়ে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন কঙ্গনা। ‘বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি…’ এমন মন্তব্য করার জন্য প্রবল সমালোচিত হয়েছিলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন। এছাড়াও উসকানিমূলক মন্তব্যের জন্য একাধিক মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কোনও হেলদোল নেই অভিনেত্রীর। ফের একবার বাংলার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তিনি। এবারও তাঁর পোস্ট ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।